অনেক প্রশ্নের উত্তর মন আজও খুঁজে পায়নি
জীবনের কি মানে তাও জানা যায়নি।
আমি জানি উত্তরগুলো পেতেই আমার হবে
সাহস আমায় বলল ধীরে, সব আছে এই ভবে।
স্বপ্ন আমায় বলল ঘুমে, চোখ তো আছে সাথে
সময় বলল চুপি চুপি আমি আছি তোর পথে
জীবন বলল, হার মানিস না, হবেই হবে জয়
রাতের পরে দিন আসবেই, এমনটাই হয়।