আমার ঠাকুমার বলা গল্প গুলোতে মেঘ থাকতোই।
কখনো পরী , কখনো পক্ষিরাজ ঘোড়ায় চাপা রাজপুত্র, মেঘের মধ্যে দিয়ে উড়ে আসতো।
মাথাটা পাকার পর প্রেমের স্বপ্নেও মেঘ।
হয়তো আমার মতো অনেকেই মেঘের সঙ্গে প্রেম ভালোবাসা , রাগ , অভিমান করে থাকেন।
সেবারে গ্যাংটকে গ্রীন ডেল হোটেলের রুফ টপ ক্যাফেতে বসে আবার মেঘের সঙ্গে আলাপ। সন্ধ্যা হবার আগে আবঝা অন্ধকারে দূরে পাহাড়ের বুকে দু একটা ফুঁটে ওঠা হলুদ বিন্দু যেন এক একটা হৃৎস্পন্দন।মাঝে মাঝে মেঘ গুঁড়ো হয়ে ঝরে পড়ে গায়ে।
সামনের খালি চেয়ারে এসে বসে , বলে দুঃখ করিসনা , কেউ না থাক আমি সঙ্গে আছি।