তোমার বুকে পল্লী খেলে কালিকা প্রসাদ
যখন তুমি মাটির সুরে মন ভোলাতে ,ভাসত
শরীর নীলাচলে , কত আর ঘুমোবে তুমি ?এসো না আজ , দোতারাটা শুধুই খোঁজে,
ঘর ছেড়ে সে বাউল হবে তোমার সাথে ।মাটি গর্ভের শীতল আঁকা ঘুম জড়ানো
চোখটা খোলো , ত্রিকাল দোলানো সুর বেঁধেছি ,
গাইবে এসো , তোমার মাঝে যে বাংলা দোলে
কালিকা প্রসাদ , তবুও তুমি ঘুমিয়ে থাকবে এমনি করে ।
যখন তুমি মাটির সুরে মন ভোলাতে ,ভাসত
শরীর নীলাচলে , কত আর ঘুমোবে তুমি ?এসো না আজ , দোতারাটা শুধুই খোঁজে,
ঘর ছেড়ে সে বাউল হবে তোমার সাথে ।মাটি গর্ভের শীতল আঁকা ঘুম জড়ানো
চোখটা খোলো , ত্রিকাল দোলানো সুর বেঁধেছি ,
গাইবে এসো , তোমার মাঝে যে বাংলা দোলে
কালিকা প্রসাদ , তবুও তুমি ঘুমিয়ে থাকবে এমনি করে ।