কালিকা প্রসাদ

তোমার বুকে পল্লী খেলে কালিকা প্রসাদ
যখন তুমি মাটির সুরে মন ভোলাতে ,ভাসত
শরীর  নীলাচলে , কত আর ঘুমোবে তুমি ?এসো না আজ , দোতারাটা শুধুই খোঁজে,
ঘর ছেড়ে সে বাউল হবে তোমার  সাথে ।মাটি  গর্ভের শীতল আঁকা ঘুম জড়ানো
চোখটা খোলো , ত্রিকাল দোলানো সুর বেঁধেছি ,
গাইবে এসো , তোমার  মাঝে যে বাংলা দোলে
কালিকা প্রসাদ , তবুও তুমি ঘুমিয়ে থাকবে এমনি করে ।

Avatar

মৌসুমী ষড়ঙ্গী চক্রবর্তী

আমি মৌসুমী ষড়ঙ্গী চক্রবর্তী ওরফে মনি ষড়ঙ্গী | বাংলা সাহিত্য নিয়ে এম,,এ পড়া সঙ্গে বি,এড | শিক্ষকতা ছেড়ে মুম্বাই আসা | কবিতা ও ছোট গল্প লিখতে ভালোবাসি | আবৃত্তি করতে খুব পছন্দ করি |

More Posts

Related posts

Leave a Comment