কলা লস্যি (Banana Lassi)

Banana Lassi

উপকরনঃ

  • পাকা কলা – ২ খানা
  • লেবুর রস – ২ টেবিল চামচ
  • আঙুরের রস – আধ কাপ
  • টক দই – ১ কাপ
  • মধু / চিনি – ৩ টেবিল চামচ
  • অল্প এলাচ
  • ঠাণ্ডা জল ও বরফ কুচি

 

প্রণালীঃ

  • কলার খোসা ছারিয়ে হাতে চটকে লেই বানাতে হবে।
  • মিক্সি তে কলার লেই, লেবুর রস, আঙুরের রস, মধু / চিনি ও দই দিয়ে ঠাণ্ডা জল সহযোগে মিক্স করতে হবে।
  • এলাচ ও বরফ কুচি দিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

 

Related posts

Leave a Comment