অণু সপ্তক

যক্ষ

সুখের ঘরে সখের ধন

লুকিয়ে রাখি সারাক্ষণ

খুলতে গেলে বন্ধ দ্বার

দৌড়ে আসে অন্ধকার

========================

স্পর্শ

প্রতিরোধ এখানে অচল

প্লাবনের বাধ ভাঙা জল

অতলে গভীরে শুধু ডাকে

শরীর শরীরে ছবি আঁকে

======================

তৃষ্ণা 

তোমাকে পোড়াবে এই তাপ

ভেতরে বাইরে যত পাপ

পাললিক শিলা হয়ে জমে

স্নানে কারো তৃষ্ণা কি কমে ?

 

=============================

জ্বর

নীরবতা রাতের চাদর

শরীরের গোপন আদর

পুড়ে যায় নিষিদ্ধ জ্বরে

অকারণে তোকে মনে পড়ে

=========================

দাগ

কারণে বা অকারণে হোক

কিছু কাঁটা বিঁধে যাবে পায়

ভুলে যাবে ব্যথা আর শোক

দাগ তবু দাগ থেকে যায়

============================

ঢেউ

যাকে তুমি স্রোত ভাবো

আসলে তা আশান্ত ঢেউ

জটিল মনের কথা

ঠিক ঠিক জানবে না কেউ

====================

প্রত্যাশা

প্রত্যাশা কিছু নেই

তবু কেন ঘুরে ফিরে আসা

উজানে ভাটির টানে

ফিরে যদি আসে ভালবাসা

Saptaswa Bhowmik

Saptaswa Bhowmik

উল্লেখ করার মতো কোনো লেখক পরিচিতি আমার নেই। নিজস্ব উদ্যোগে ‘অনিকেত তথাগত’, ‘প্রেমে ও পরাগে’ এবং ‘উদাসীন অন্ধকার’ নামে তিনটি কাব্য-গ্রন্থ প্রকাশিত হয়েছে। এক সময় কিছু দৈনিক ও ক্ষুদ্র পত্রিকায় কিছু কবিতা, ছড়া, প্রবন্ধ ও অণু-গল্প প্রকাশিত হত। কিছুদিন হল সে সব প্রায় বন্ধ।

More Posts

Related posts

Leave a Comment