বৃষ্টিভেজা ট্রামলাইন জানে
আমার স্মৃতিমেদুরতা
দেওয়ালের ফাটল জানে
আমার নীরবতা
পার্কের বেঞ্চ জানে
আমার কথকতা
গম্ভীর কার্নিশ জানে
আমার ভাঙাগড়া
মাতাল হাওয়া জানে
আমার দীর্ঘশ্বাস
রাতের তারা জানে
আমার উন্মাদনা
খোদাই জানে বিচিত্র খোদকারি |
বৃষ্টিভেজা ট্রামলাইন জানে
আমার স্মৃতিমেদুরতা
দেওয়ালের ফাটল জানে
আমার নীরবতা
পার্কের বেঞ্চ জানে
আমার কথকতা
গম্ভীর কার্নিশ জানে
আমার ভাঙাগড়া
মাতাল হাওয়া জানে
আমার দীর্ঘশ্বাস
রাতের তারা জানে
আমার উন্মাদনা
খোদাই জানে বিচিত্র খোদকারি |
বেশ লেগেছে কবিতা । তবে আরো টগবগে ভাবনার কবিতাও চাই । যে কবিতা অনেকে মিলে আমরা আবৃত্তি করবো কবি সুভাষ স্টেশনে শেষ মেট্রো চলে গেলে ।
Besh bhalo laaglo kobitata. Sabdochayan abong kobitar bhabna monke chhue galo. Aro likhe ja manjish.